বন্ধু
ফুল ফোটা দেখিনি
ফুলের মৃত্যু দেখেছি অনেক
                            ছ্ন্দশাখায়
মূক মুখে ভাষা খুঁজছি
স্মৃতিহীন আশা , হাসি কুড়োচ্ছি


বন্ধু
মন কোনো কথা মানে না
সে আমাকে ছুঁড়ে দেয় চপল স্রোতের মুখে
আমার কোনো আলো নেই
অন্ধকার আছে
আর আছে বেদনার সমুদ্র
গাছের সবুজ মালায় গেঁথে গেঁথে
পৃথিবীকে সবুজ করি
কখনো ঝরা পাতায় নাম লিখে ভাসিয়ে দিই
                               মাতাল হাওয়ায়


বন্ধু
কথা কও  চোখ চাও
তাকাও স্বপ্নজাগানো চোখে
হৃদয়ে শোনো নীহারিকার বুকভরা ভাটিয়ালি গান...
তোমাকেই ভালোবেসেছি প্রত্যহ প্রত্যয়ে
একমুঠো আকাশ নয়  , বাতাস নয়  , আলো নয়
জীবনের অলিগলিতে
বন্ধু তুমি রহ সাথে...