ব্যানারে ঈগলের ভয়ানক থাবা
সাম্রাজ্যবাদবিরোধী লড়াকু মানুষের মিছিল
দোকানপাতি ঠিকঠাক , ঠিকঠাক ওজন মেশিনের আন্দোলন
ইস্টিশানে থিকথিক লোক
ওয়েটিং রুমে ঝাঁকঝাঁক পায়রা
লোহার কড়িপাতে ডানা খুলে উড়ে যায়


বিকিরন হারানো দিন চলে যায় রেললাইন সাঁতরে
ইস্টিশানের ঘাড় ধরে চোঁয়ায় রাক্ষস-খোক্ষস অন্ধকার
প্রায় পৌনে পাঁচটা
ব্ল্যাকবোর্ডের প্রাগৈতিহাসিক বুকে লেখা
          ৩৬৫ আপ হাফ আওয়ার লেট
          ৩৬৪ ডাউন রাইট টাইম


সাতপাঁচ ভাবতে ভাবতে ট্রেন আসে
পলাশি সুগার মিলের বড়ো চাকার মতো ছন্দপতন শব্দে
একপাল নেপাল-গোপাল-উর্বশী-লাইলা হুটোপাটি করে
নেমে মিলিয়ে গেল বহরমপুরের অথর্ব ডানায়


ট্রেনটা ফের নোতুন মুখ পেটে পুরে
ককানি সুরে শিস্ দিতে দিতে ছুটে চলল...