ও বুকে এত  গভীরতা কেন ?
সবুজ জলের ভেতর এলোমেলো
                          আকাশ
একটা একটা করে ঢেউ দিয়ে
জীবনের ভুল গেঁথেছো
নদীকে দিয়েছো
                          আধফোটা
                          স্বপ্নের স্বরলিপি
ঝরে যায় জগৎপ্লাবী দুপুর
মৌলালি ভোরে ধনতান্ত্রিক মেঘ
                          সায়ন্তনী স্রোতে
নিম্নবিত্ত শ্যাওলাদের ঘর ভেসে যাচ্ছে


হাত পা নেই যার , সেও
কবুতরের মতো খুঁটে খেতে চায়
                          সুন্দরী জীবন


তোমার উদোম আগমনী ঝড়ে
জীবনের মানে ভেঙে গেছে
এই প্রথম গোলাপের পাঁজর
ফাটিয়ে কিশোরী রাধার স্বপ্ন
                            মাখছি ...