একলা জগৎ ভুলে
জলের ধারে বসে আছি
ঘাস ফড়িং বুনো ফুলের রেণু ছড়ায়
নদী তীরে
পাশের ঝোপ থেকে আলু সানার আদিম
প্রসুপ্ত গন্ধ
আজ আদিবাসী তরুণী ঘাটে
তরণী বেঁধে
ভিজে ভাতের আমানি সুড়ৎ সুড়ৎ করে টানছে
বাতাস দিক পাল্টে দখিনে
মেঘের পালক উড়িয়ে ভেসে যায়
জল, আমাকে ভালোবাসছে
ভালোবাসছে তরল-সরল মনের
ঘাটের মেয়েটি
যা চেয়েচিন্তে পাইনি
স্বাধীনচেতা উর্মিলার উঁচুনিচু সুখ দিলো
এক পশলা বৃষ্টির মতো ...