ঝড়ের সাথে বকাবকি করে
মহুয়ার হাঁটু ভেঙে গেছে
কার্বন-ডাই অক্সাইড হাসছে বায়ুমন্ডলে
সোনালি রোদ ভিজে গাছের
মুখ মুছিয়ে দেয়


আকাশে খরগোসের মতো
চঞ্চল মেঘমালা
পাখিরা হাঁটুভাঙা গাছের ডালে
ভালো বাসা বেঁধেছিল
মেঘ ফেটে বৃষ্টি ঝরছে...


বৃষ্টির আলিঙ্গনে
অক্সিজেন পাখির পালক ভিজে যায়
মহুয়ার রক্তক্ষরা মুখ
পালকে পালকে কান্না বিলিয়ে দেয়
আকাশ ফিসফিস কাঁদছে তো কাঁদছেই...