রং মেখে সঙ সেজে
বাসন্তী চরের আদিবাসী মেয়েরা
বৃষ্টির নাকছাবি ফেরি করে


আকাশে ছাঁওনা চাঁদ
সকাল সকাল ভিক্ষে করা
আলোয় ডুবে গেছে
সানন্দ চোখে এক পশলা ছৌনাচ
নদীর প্রতি যেন সমুদ্রের
অপরিমেয় একাত্মতা


ও সূর্য , আঁজলা আঁজলা রোদ্দুর দাও
আদিবাসী বোনেদের
চোখের জল শুকোবো...
সুখ তমি এসো
ভুখা অন্তর ভাসিয়ে ...