আমি একা চিরকাল একা
এসেছি একা যেতে হবে একা
শুধু আসা যাওয়া ক্ষণিকের দেখা
                      পথের পরিচয় মাত্র


তবু মানুষ মায়ার দৃঢ় বন্ধনে
পৃথিবীকে আঁকড়ে ধ'রে ক্ষণে ক্ষণে
                       বাঁচতে চায় দিবারাত্র


সুখদুঃখের বর্ণময় ঝলকানি
বদ্ধ ঘরে চলে কানাকানি


দিনান্তে ক্লান্ত শরীরে
চেয়ে দেখি শত শত তারা চাঁদকে ঘিরে


রাত পোহালে তারাও যাবে খসে
আমি শুধু একা থাকবো বসে


বুড়ি পৃথিবীর 'পরে বিষণ্ণ মুখে
এক বুক স্বপ্ন নিয়ে বুকে