ভাত কাপড়ের লড়াই করে
মিছিল মিছিল চলছে মিছিল
পাঁজর ফেটে রক্ত ঝরে
মানুষ মরে তিল তিল


নষ্ট হাওয়া মৃত্যু ডাকে
ছড়িয়ে বুলেট চিৎকার
দুড়দাড় ছুটছে লোক
বধির নারী গণশিকার


কালো মেঘে ঢাকা
কাঙাল মায়ের চোখ
শিরাবহুল পেটে যেন
জালা প্রমাণ ভোক্


কাজলাদির ধেড়ে স্বপ্ন
ভেসে যায় হাওয়ায়
চোখের নীচে কালি পড়ে
পদ্মা রচে বাপ-মায়


পান্তা ভাতে নুনের ছিটে
আমানিতে ভাঙা মুখ
কুমারীর ঐ হৃদয় ভিটে
আছে কি অথৈ সুখ


হাত ফসকে চলে সমাজ
কান্নাকাটি মরণ-মারণ
গ্রাম নগরের শিরে শিরে
জাগাও নোতুন জাগরণ