রক্তমাখা জীবন ঝরে
ঘোড়ার ক্ষুরে কবিতার মাংস ফুটছে
ঘাস ধোওয়া জলে পৃথিবী স্নান করে
পুকুরের জল বেয়ে বুকে হেঁটে
                        উঠে আসে রুপকথারা
ডাঙায় ভিজে আত্মা শুকিয়ে নেয়


উটের পিঠের মতো বাঁকানো রাত্রি
ফাগুনসকালে মরুভূমি-মৃত্তিকা পান করে
বাউলবাতাস
                        অসম্পৃক্ত মানবিকতা...