জীবন বারান্দায় পুড়ে যাচ্ছে
            আকাশভর্তি শৈশব
কাঁধে তখন হ্যাভারসেক ভর্তি আগুন বাতাস
            রক্ত থেকে হিমোগ্লোবিন , চাঁদ থেকে জোছনা
            দুঃখ  থেকে বেদনা খুলে ঘুম পাড়াই
মুখ থেকে উড়ে যায় পরিযায়ী প্রজাপতি


হাড়ের অন্ধকার     স্বর্ণালি আলোর উৎসব
জলের শিকড় নেমে গেছে জলে
           ফুল পাখিরা কবিতা পড়ে
           অবনত একতারা কাঁদে
জারিত জৈব অন্ধকার আমাকে ঢেকে ফেলছে
একপ্রস্থ ফাঁকা মাঠ
          হেঁটে যাচ্ছি রোবট  ভবিষ্যৎ...