আর একটা তেলেঙ্গানা / হয় যদি হোক না
শ্রমিকের লড়াই তবু/ থামবে না থামবে না
অভাবের তাড়নায় /শরীর হয় আধখেন
পিছু তো হটবে না / সৈনিক সার্জেন
মিলের চাকা ঘুরবে না /শ্রমিকের হুংকারে
উৎপাদন মার খাবে /সংগ্রামের চিৎকারে
গর্জনে দেশকাল /ফেটে পড়ে আসমান
দাবি দাওয়া ব্যবধানে /মালিকের নাই ত্রাণ
লে অফ ছাঁটাই /না করলে প্রতিরোধ
ঝুলবে তালাচাবি /কারখানার গেটে খোদ
আর একটা তেলেঙ্গানা / হয় যদি হোক না
শ্রমিকের লড়াই তবু / থামবে না থামবে না


তেলেঙ্গানা , তুমি কার ?
-অবিরাম আন্দোলনের...


১৪ । ১ । ১৯৯৪