শ্রমিক ভাই , শ্রমিক ভাই তোমরা শুধু যাও লড়ে
অধিকার নাও ছিনিয়ে সংগ্রামের পথ ধরে


জমাট বাঁধা দুঃখ যদি আসে হতাশ মুখে
লাথি মেরে এগিয়ে চলো সাহস নিয়ে বুকে


চলার পথে হোঁচট খেয়ে কখনো বেরোয় যদি রক্ত
বুঝবে সেদিন সংগ্রাম তোমার হয়েছে লৌহ শক্ত


বাইরে তুমি বেরিয়ে এলে দেখবে জীবন ভাই
রুখা শুখা ভুখা পেটা আছি আমরা সবাই


বধির চোখে উঠবে জেগে রঙ বেরঙের খোয়াব
মালিক মুখের সামনে দেবে কড়াই গন্ডা জবাব


তোমরা যারা ঘর থেকে আজ জানালা দিয়ে চাও
কোমর বেঁধে লড়াই মাঠে প্রতিবাদ গান গাও


সংগ্রামের মধ্যে থাকে আসল জয়ের নেশা
শাসক শ্রেণির বন্ধ হবে শ্রমিক রক্ত চোষা