আমার বাড়ির সামনে দিয়ে
একটা নদী বয়ে গেছে
সে কখনো বইতে ভুলে না


নদীর জলে সব বয়সের ছেলেমেয়েরা
নাইতে আসে । জল ছিটিয়ে খেলা করে


বসুন্ধরা
জল যখন চোখে ছিল
তখন তুমি আমার প্রেমকে প্রবাসী করেছিলে


আমি রোজ অমলের মতো জানালার ফাঁক
দিয়ে প্রবাসী প্রেম দেখি আর কান্নার উপপাদ্য
                          রচনা করি
...আমার তো কোনো সুধা নাই


তুমি আমার সুধা হবে ...