ফাল্গুনি রোদে ধুয়ে যাচ্ছে
থমকে দাঁড়ানো সম্পর্কগুলো
বনের কোলে মোহনিয়া  আকাশ খেলা করে
লাল মাটির উৎসবে
অগভীর জলার ধারে ফুলকো চাঁদ
অতিথি বাতাস শুয়ে আছে শিশির দ্বীপে


নদীর ঠোঁট ছুঁয়ে কুলুকুলু বইছে
শ্যামশান্ত ইতিহাস            
ঝাউপাতার আড়ালে টুকিয়ে যায়
হাঁটে শরীরময় বৈরাগী ভোর


ঘুমের পাতাল খুঁড়তে খুঁড়তে খুঁজে পাই
ছড়িয়ে পড়ছো ভ্রমর রাতে
নীল নীল জ্যোৎস্না ক্ষেতে
জলে ভেজা শুকতারার মতো