প্রথম ব্যক্তি


বহুদূর থেকে আসছি ছুটে
তৃষ্ণায় ফাটে বুক
এক আঁজলা জল দিলে পাই
মহাশান্তির সুখ


সাগর থেকে জল বলছি
এ বুকে আছে কোল্ড
এক গেলাস খেলে তুমি
গরম হবে বোল্ড


জল ছাড়া জীবন অচল
শোর তোলো গো পথে
জলই জীবন জীবনই জল
অমিল হয় না মতে


দ্বিতীয় ব্যক্তি


নদীর বুকে নাচছে নীর
মানব চোখে পানি
জলের নাম কবে থেকে
মৃত্যু হল না-জানি


জল চাই গো জল
ওই হেঁকে যায় বন্যা
ফসল পচে ফসিল বাড়ে
এ কেমন জলকন্যা


জলের নাম মরণ নয়
শুধু জীবনই হোক
পরম সুধারসে যেন
ভরে ওঠে ভূ-লোক