কোথায় যাচ্ছ শরৎবাবু ?
শরৎবাবু কথা বলে না
তার শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকা
ফিরে ফিরে দেখা
অসহায় মানুষের আশা নিরসনের ছবি


অশ্রু-অক্ষর সজ্জায়
এঁকেছিলে ধ্রুপদী লেখনী মজ্জায়
তোমার পার্বতী  তুলসীতলায় লম্ফ জ্বালে না
প্র্যাক্টিক্যাল রুমে
টেস্টটিউব ধরে, আণবিক শরীর নাচায়
দেবদাসের মূল্যবোধ পাল্টে গেছে
টাগরানো চোখের যণ্ত্রণা
সংমুক্ত জীবনের পদে পদে


শরৎবাবু , দুঃসময়ে ছড়াও শান্তির শক্তিস্রোত
ব্রাত্য কন্যাদের খান খান অন্তর ককিয়ে ওঠে
মৃত্যু নয় , একঢোঁক তরল জীবন