আমি যখন ঝরনাতলায় যাই
আমি যখন মৃত্যু জড়িয়ে ধরি


তুমি তখন শিলাবতী নদীর বুকে
আছড়ে পড়ছিলে...
তুমি তখন রামধনুর পাতায় রঙ
বিনিময় করছিলে ...
তুমি তখন চাঁদের কুঠিরে ছেঁড়া সৃষ্টির
খোঁপা সাজাচ্ছিলে ...
তুমি তখন কবিতার পালকে নক্ষত্রের
বায়োডাটা টুকছিলে ...
তুমি তখন একুশের ভাঁজ খুলে
আ-মরি বাংলা ভাষা আনছিলে...