এভাবে কতদিন
রেলিং-এ হেলান দিয়েছে রোদ্দুর
চোখে চোখে ম্লান হয়ে গেছে মোম চাঁদ
রামধনুর আঁকাজোঁকা
জানালার পাশে ব্যথারং আকাশে
                     শিরোনামহীন সংবাদ
ওড়নার মতো আমাকে ঘিরে ফেলছে
ভাগাড়ের চিল শকুনের দল
সোনামন ফাগুনের ফিঙে ওড়া আঁচল ...
শরীরে সুগন্ধী সূর্যোদয় নেই
টুপটাপ স্মৃতির সুজনহারা মাঠে
                     আমি ক্রমশঃই মিশে যাচ্ছি ...
                     ভুল আঁধারে
তা ছিঁড়ে   চৌকাঠ ডিঙিয়ে তোমার গোপন স্বপ্নেরা
খেলছে সুইমিং তীরে
ফেরিঘাটে সাইরেন বেজে যায় ...
ও চিল শকুনেরা , চলে যাও
সংলাপ বুকে লাশ আগলে বসে থেকো না
' সব ক'টা জানালা খুলে দাও
আমি গাইব , আমি গাইব বিজয়ের গান ...'