এখনও স্বপ্ন দেখি
টকটকে লাল অধিকারের স্বপ্ন
তোমাকে দেখতে গিয়ে হতাশার চাবুক
                                         খেয়েছি
আজও ঢেউ ঢেউ রক্ত পৃথিবীর বারোয়ারি উঠোন
                ভিজিয়ে যায়            না পাওয়ারা মন খারাপ
                             হয়ে ঝরে পড়ে...
আসলে একটা অটুট লড়াই চাই
                পরম প্রাপ্তির মধুর লড়াই
                যা কচি রোদের মতো নরম সকাল আনবে
আর সেই সকালের স্নিগ্ধ-সবুজ-সমীরে
                                   আমাদের মনখারাপগুলো প্রজাপতির
                মতো ডানা মেলে উড়ে যাবে
সবাই কেমন ভালো হয়ে উঠব
                                   ফুলের নোতুন জন্মের মতোন
তখন আরও স্বপ্ন দেখব
আকাশের মতো উদার অধিকার নিয়ে বাঁচব...