লিখেছি ছেঁড়া করবীর রক্তে
ভালোবাসার নদী
নদী , তুমি কবে জেনেছিলে
শরীরের স্রোত জীবনের কবিতা
রোজ রাতে তোমার কথারা ছুটে আসে
নিষ্পাপ বাতাস শোনায়
সবুজ পাথরের গল্প
অনিন্দ্য আকাশ ভেঙে গোধূলি হেঁটে যায়
কতবার হারিয়েছি
হলুদ পাতার মিছিলে বিরহ বুকের গান
তুমি বললে , এখনো চোখ চিরে
দেখাতে পারি বেগুনি বিপ্লব
পলাশবনে মহরমের চাঁদ
তবে কি - এ গোলাপ বর্জিত বৃষ্টি একলা চাতকের
আদিবাসী আঁধার নিভিয়ে
মধ্যাহ্ন জীবন ডেকে যায়
আয় , আয় না পাষাণী অচেনার আনন্দে
ছুটে আয় - একবার ,শুধু একবার দেখে যা
তুই যে আমার জীবনের অবলম্বন
তুই যে আমার মরণেরও অবলম্বন