সংবিষ্টা, নাম ছিল তোর ছন্দসী
শরীরজুড়ে যৌবনা নদীর ছায়া
শুকিয়ে যাওয়া এলোকেশী দিন
আগুনে পোড়া চিলি চাঁদের মায়া


সংবিষ্টা , নাম ছিল তোর ক্রন্দসী
আদিম ছবি মানুষে অংকুরিত হয়
রাত্রির ভেতর হাঁটছে রুপোলি রোদ
কলকাতায় অনুবাদ ভূতের ভয়


সংবিষ্টা, নাম ছিল তোর সৃষ্টি
মেঘ মুখে তুই ঝরাস হীরক বৃষ্টি