ওই দেখো বারান্দায় এল যে বৈশাখ...
বাসি দিন সরিয়ে , নোতুন দিন দিচ্ছে ডাক


নোতুন করে বাজছে মনে
বিসমিল্লার সুর
সুখশান্তি বইছে অঝোর
শহর কিংবা পুর


নাচের ছন্দে বর্ষবিদায়
নব আলো হোক কনেদেখা
শপথ নিই এই প্রাতে
সরাব যত বিভেদরেখা


ওই দেখো বারান্দায় এল যে বৈশাখ...
ময়লা জীবন ধুয়ে , ফর্সা জীবন দিচ্ছে ডাক