মেয়েটা দু'হাত ছড়িয়ে
ওড়না-মেঘ উড়িয়ে দেয়
আকাশের মই বেয়ে
সরু দড়ির মতো বৃষ্টি নামছে
বৃষ্টি যতই তরল হোক
শরীরে কতটা তরলতা লেগে থাকে
সেলাইন হাতে সাদা পোশাক মেপে নেয়


ঝড় থামলে, রোদ উঠলে
বৃষ্টিমুখী দোফসলা জীবন
নিঃসীম শূণ্যতায় হেঁটে যায়
আমি বলি, বাঁধ ভেঙে
উড়ু উড়ু প্রেম প্লাবিত করে