রোজ সকালে জীবন পাখি
উড়ে মেঘের মনে
আকাশজুড়ে চাঁদের হাসি
জমে যকের ধনে ।


নদীর কোলে তরল শিশু
নক্ষত্র পোড়া ছাই
জলজ শ্বাস খোদাই করা
দুপুর হেঁটে যায় ।


মমতা মাখা শুভ্র সকাল
রৌদ্র থামে আমতা  
সাঁঝের বেলা নামাজ পড়ে
রাত্রি পড়ে নামতা ।