এই যে তুমি বলছো আমায় হেসে
আমি ধরেছি তোকে পেটে
এখন তোর মখমলে পা বেড়ায় হেঁটে
শরীর মন নাচে পাতার বেশে
তোর দুঃখে আজও আছি
বুকে তোকে নিয়েই বাঁচি


এই যে তুমি বলছো বনের পাখি
রাতবিরেতে স্বপ্ন কাঁদে চোখ
ভিক্ষে করা দিন ছাইচাপা শোক
এত অশ্রু কোথায় জমা রাখি?
নিকষ আঁধার দেখায় ভয়
জীবন ক্ষয়ে শত সূর্য হয়


এই যে তুমি বলছো সবেধন
মায়ের যত্ন আগে হলে
শ্রেষ্ঠ জান্নাত তবেই মেলে
হোক সবার ধনুক ভাঙা পণ
মা মুখে তোমার মুক্ত ঝরে
হাত নাড়লে বাতাস নড়ে


এই যে তুমি বলছো সাঁঝের তারা
মৃত্যু দ্বারে দাঁড়িয়ে আকাশলীনা
মুঠোহাতে বরাভয় সরস্বতী বীণা
' আমাদের ছোট নদী ' বইছে মায়ের ধারা
আষাঢ় নয় আমিই ফসলবৃষ্টি
পৃথিবী নয় আমিই আদিমসৃষ্টি