''ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় , জল ছুঁয়ে যায় ঠোঁটে    
ঘুমপাড়ানী মাসিপিসি রাত থাকতে ওঠে ''  
      
ওদের পরনে থান কাপড় ।কোলে-কাঁখে চালের বস্তা।
শীতের বিষ কামড় উপেক্ষা করে আলপথ বেয়ে ছুটে চলেছে
ট্রেন ধরতে । রাতজাগা পাখি ডাকছে ।মন্দিরে মন্দিরে কাঁসর ঘন্টা
মসজিদে আজানের ধ্বনি । ধূপছায়া অন্ধকার মাড়িয়ে কানের লতি
ছুঁয়ে যায় । পথের দু'পাশে হিমানি শিশির বলছে


''ঘুমপাড়ানী মাসিপিসির মস্ত পরিবার
অনেকগুলো পেট বাড়িতে , একমুঠো রোজগার ''


হাঁটতে হাঁটতে ওরা ক্লান্ত । রবীন্দ্রনাথের মতো ওরা বলতে পারেনা,


''ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু "


ক্লান্তি কোনদিন ওদের ক্ষমা করবে না ।শুনতেই পাবে না আত্মার
আর্তি । ইস্টিশানে কুকুরকুন্ডলীর মতো বস্তায় মাথা দিয়ে নীল
আকাশের নীচে শুয়ে পড়ে । ট্রেনের অপেক্ষায় ।আর বাড়িতে পিতৃহীন ক্ষুধাতুর শিশু ।যাদের শৈশব বলতে কিছু নেই।
অপেক্ষায় দিন গুজরান করছে । কখন মা চাল বেচে ফিরবে ?
তবেই পেটে দুটো দানা পড়বে ।এভাবেই চলে ঘুমপাড়ানী মাসিপিসি ও কোলের শিশুদের অপেক্ষার রোজনামচা...


                                   ঋণ : জয়  গোস্বামী