বিকেলের নরম আলো আছড়ে পড়ছে ওর প্রতিবন্ধী
চোখে-মুখে । কি-যে ভালো লাগছে ।অথচ , মুখে ভাষা নেই ।
ভাষা দিচ্ছি বলে ভুলে গিয়েছে আমাদের প্রাণের ঠাকুর । ওর এই
পুতুলজন্ম আমার ভালো লাগে না । অপেক্ষায় আছি । কবে তুমি
কথা বলবে ? কথার আলোতে ভরিয়ে দেবে এই বন্ধুবিকেল ।
                    '' আবার যদি জন্ম দাও মুখে দিও ভাষা
                       আবার যদি জন্ম দাও অস্থি দিও ঠাকুর
                       বাবা বলব , মা বলব , ডাকব বন্ধুদের
                       জাগব আমি , যেমন জাগে মাতৃভাষা "