ভারত আমার ভারত
গজফিতেয় মাপো তোমার এক আকাশ বুক
দু ভাগ করে কাঁটা তারের বেড়া
সুশীতল স্বপ্নেরা পুড়ছে


ওরা বলে , বন্দেমাতরম্
প্রাকৃত ভালোবাসা
আছিল বুলেটের মুখে তাজা তাজা রক্তের মিছিল
পানপিকের মতো নিষ্পাপ প্রাণ ঝরছে


গ্রাম শহর দিগন্ত থেকে দিগন্ত যুগপৎ বিষোদ্গার
হাহাকার-বৃষ্টি  গণশ্মশান  কবর
এইভাবে বাতাসের শিকড় টানছে
গ্যালন গ্যালন জীবনের জল
নিরক্ষর ফুটপাতে ভাত নেই  পোশাক নেই
ফরাক্কা ব্যারেজের মতো
নির্যাতিতা  ধর্ষিতা  বোনের ফুলে ওঠা চোখ
কত শত কারখানা হাঁচতে কাশতে
লকআপ জ্বরে ভুগছে
জীবনের পদ্মপাতায় দু মুঠো খাদ্য নয়
বনধ্ হরতাল ধর্মঘ্ট
নিঃসাড় বুকে বিরান সাহারা
কোথায় উপোসী কাস্তের মুখে ম ' ম '
ফসল কাটার গান
যত বোরখামুক্ত নৃত্য সঙ্গীতের স্রোত
মৃদঙ্গম কুচিপুড়ি  হিন্দুস্থানির জলসা নিভে যাচ্ছে
ওই তো আকাশে আগুনের ফোয়ারা
অমা পৃথিবীতে লেলিহান ধোঁয়া
আত্মঘাতী ধ্বংসের জোয়ার ভাঁটা
আলোর স্বদেশ ভাঙে মধ্যবিত্ত বঞ্চনায়
এমনি করেই তৈমুরের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে
চলে বেদনাশীল বর্ণহীন ভারতবর্ষ


ভারত আমার ভারত
রাবণ চিতায় হিংসা হানাহানি পুড়িয়ে
তার ছাই উড়িয়ে দাও
উড়িয়ে দাও বীজঘুম অন্ধকার


কবে দেখবো স্ফটিক সকালে
ছড়ানো নীল ফিতের মতো আজাদি আকাশে লেখা
তোমার ' আঙুরলতা ' নাম
ভারতের মুখ আমি দেখিয়াছি
তাই পৃথিবীর মুখ দেখিতে চাই নাকো আর