রাস্তার দু 'পাশে ছড়িয়ে আছে
ভিক্টোরিয়া গেটের মুখে
নারকেল ফাটিয়ে জেতানো অধিকার
পিপীলিকা ফি-বছর মুখে করে চুম্বন বয়েছে
অপেক্ষার দিন গুলো ভাতের থালার চারপাশে মিছিল করে
এতকাল হাঙরের মতো শুধু দুঃখ খেয়েছি
মনের পৃষ্ঠাজুড়ে  যে-তুমি আজও শুয়ে আছো
সে তোমাকে নিবিড় ভাবে কাছে পেতে চাইছে
মুখের উপরে মুখ... ঠোঁটের উপরে ঠোঁট ...
ভালোবাসার কক্ষপখে নিঃসঙ্গতার নীরব কান্না  ...
ঈশ্বরের অপেক্ষায়  সন্ন্যাসিনী বাউল