আমি মানুষ হতে হই,
অমানুষ হইতে নয়।


আমার রুহের মিলনস্থলের চাদর
তার মধ্যস্থতার জানালা মেলে সন্তুষ্টির ডাক মেলুক।
মানুষ হতে হয়ই মানুষ স্বরুপ।


আমি যা কিছু জানতাম না, যা আমি জেনেছি
যা কিছু পাবার, যা আমি হারিয়েছি;
মূলত আমি ছিলাম অস্তিত্বহীন!


তাই,
নিজেরে বুঝাও,
এর চাইতে স্রোত বিপরীত কাজ আর কি?
নিজেরে বুঝায়ে রাখতে পারবা ক'দিন?
পারবা?