এ বাংলা রক্তের দান,
মাতৃপ্রেমের পূর্বশর্ত।
বায়ান্নর একুশেতে,
রক্তে ভিজেছিলো এ মর্ত্য।


দানবেরা লোহুলিপ্সায়
মেতেছিল অসুর নৃত্যে।
অদম্য তারুণ্য বুক পেতে দেয়
বাংলাকে হৃদয়ে আত্তে।


তারুণ্য এখন দুর্লভ
পঙ্কিলতার গ্রাসে।
বয়সের বলে ভাঙা নৌকো কি
মহাসিন্ধুতে ভাসে?


বায়ান্নর সেই তারুণ্য
যদি ফিরে পায় বাংলা।
উপহার দিত কত নজরুল
কাব্যরূপী প্রমীলা।