যেন দেখা না হয়,
যেন আর ফেরা না হয়।
যেন কথা না হয়,
এমন সন্ধ্যায়।


যে সন্ধ্যায় তুমি,
মন থেকে নেই।
মন থেকে নেই, আমার
কোনো কবিতায়।


কিন্তু, সেদিনও তো তুমি ছিলে।
আকাশের প্রদীপ্ত আলোয়
আমায় পুড়েছিলে,
তোমার প্রতিহিংসায়।


আমি তখনও তো
কোনো অভিযোগ তুলিনি।
ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে,
জ্বলিনি অবলীলায়।


কিন্তু এখন যদি দেখা হয়
দেখবে এক নিষ্প্রাণ হৃদয়ে,
বিষাদের কর্দমাক্ত ছাপ।
দেখবে তাকে,
জ্বলতে নিদারুণ প্রেমতৃষ্ণায়।