আমি একজন মায়ের কথা বলছি।
যিনি পরিবারের একমাত্র বিনা বেতনের পরিচারিকা।
আমি আমার সে মায়ের কথা বলছি।
যাঁর ঘাড়ে দায়িত্বের বোঝা, মনে একরাশ মমতা।
তিনি অনন্যা দশভূজা, ছদ্মবেশে তিনি মাতা।
আমি আমার বোনের কথা বলছি,
যাঁর অন্তরে লালিত স্নেহময়ী আরেক মাতা,
ইতিহাসে আর বইয়ের পাতায়, মায়ের মহত্ব গাঁথা।
মায়ের ভাষার গৌরব বুকে ত্যাজিল যাঁরা প্রাণ,
বাংলার পথে ভেসে ওঠে আজো, তাঁদের সে তাজা রক্তের ঘ্রাণ।
আমি গর্বিত যে, আমি দায়িত্বশীল এক জননীর সন্তান।
তাঁর স্নেহাশীষে ভরে ওঠে যে আমার মনপ্রাণ।
একজন মা, দশজন মা, পৃথিবীর যত মা
শ্রেষ্ঠ তাঁরা, দখলে তাঁদের শ্রেষ্ঠত্বের উপমা।