জন্মিল বিষ্ণুমানব কোশল রাজ্যে,
অযোধ্যাসহিত দশরথ ভাসিল প্রহ্লাদে।
একে একে আরো তিন পুত্র জন্ম নিল
ব্রহ্মাকৃপায় রাবণ তখন অমরত্ব পেল।
মানব, দানব, শ্বাপদযত বিরাজ এ ভুবনে
পারিবেনা বধ করিতে অত্যাচারী রাবণে।
দশরথ জ্যেষ্ঠপুত্র রাম, লক্ষণ সহিত
পিতৃ আজ্ঞায় উভয়ে হইয়া বাধিত,
লইয়া শস্ত্রবিদ্যা বিশ্বামিত্র নিকট,
বধিল অসুরযত সেথা হইয়াছিল প্রকট।
বিবাহযোগ্যা জনককন্যা সীতার স্বয়ম্বরে,
উপস্থিত হইল বিশ্বামিত্র, সঙ্গে রাম-লক্ষণ বৈমাত্রয়ে।
মৈথিলরাজ জনকের দৈব শিবধনু,
করিয়া ভঙ্গ,
বিবাহোত্তরে নবদম্পত্তি প্রত্যাবর্তনে অযোধ্যা,
লইয়া লক্ষ্মণ সঙ্গ।
এভাবেই আদিকাণ্ড হইল সমাপন,
শুরু হইল এর মাধ্যমে আদি রামায়ণ।