রাজাকারের ঘোলা জল
থাকবে কত কাল,
সেই জলেতে ভুক্তা গণ
হচ্ছে নাজেহাল।
কেই বা উহা মাথায় ডালে
কেই বা ভিজায় জাল,
কেই বা বলে এমনি জল
থাকুক চীর কাল।
আমজনতার নাভী শ্বাস
করছি আহাজারি,
ঘোলা জল এমন জ্বালা,
নাহি ভুলিতে পারি।