হে গুরু, অর্পন করিয়াছো এক দুরুহ কর্ম|
ক্ষমতার কাঙ্গালে শেখায় আধুনিক ধর্ম|
রুপকথার ডাইনী বউদের সংসার হয় বাংলা|
ভ্রু কুঁচিয়ে আমাদের বলে- নে তোরা আজ সামলা||
আজ অদৃষ্টের ছদ্মবেশে উভয়েই যদি নারী|
কচুকাটা হলে হই; তবু চাই পুরুষের তরবারি||
ক্ষমতার লোভে হারায়েছে শ্রী; আছে যা নারীমাত্র|
মুখের বচণে পরনিন্দা, তাহাদের শোনামাত্র||
পরের দুখে কাঁদতে জানেনা এই দুটি প্রাণ যখন|
শত ক্ষোভানল চাপা আজ যা, জ্বলতে তা কতক্ষন||
রক্তে রক্ত মিশে স্রোত হয় এই সংসার আজ যদি|
স্বাধীনতা হয় পন্ডশ্রম; সজ্জিত শুধু গদি||


( মনের ক্ষোভ থেকে লেখা, maf korben! koonoo bishes goosthir uddesse noy)