বেশি কিছু চাওনি আমার কাছে-
চেয়েছিলে এক ফালি মেঘ; মেঘের এক বেলা|
অথচ তুমি জানতে না, উদভ্রান্ত আমার কাছে মেঘই সারাবেলা|


বেশি কিছু চাওনি আমার কাছে-
চেয়েছিলে- এক আকাশ; আকাশের নীল|
অথচ তুমি জানতে না, মেঘলা আকাশে হারায় সমস্ত সুনীল|


বেশি কিছু চাওনি আমার কাছে-
চেয়েছিলে নদী; যার স্রোত নিরবধি|
অথচ তুমি জানতে না- অজানা শুন্যতায় আমার হারায়েছে গতি|..…