হলুদ ছোঁয়া 🍂
সফিউল্লাহ আনসারী


হলদে রঙিন সর্ষে ফুলে
মৌমাছি ভনভন,
মৃদু হাওয়া ক্ষেত জুড়ে ঐ
মূর্ছনা শনশন..!


মুগ্ধ আলোয় সরব জবর
হলুদ ছোঁয়ায় কি-যে,
যাই ছুটে যাই দেখতে হলুদ
এবং আমিও নিজে!


দৃষ্টি জোড়া অরূপ রূপের
হলুদ মাঠের হাসি,
সরষে বনে আপন মনেই
ফুল যে ভালোবাসি!


শিশির ঝরা শীতের দিনে
সরষে ফুলের দেশে,
ছন্দে ছড়ায় এ মন ভরায়
ভাবনাতে রঙ মেশে!