একাকিত্বের রাত চুরি করে নিয়ে যায়
নিশুতি পাখি; অপরাপর ফিসফিসানি
ঘুমের ব্যাঘাত ঘটায় আর বালিশ চাপা
স্বপ্নেরা পরিচর্যাহীন সময়ের অবহেলায়
হারায় আগামীর আশা।
ইথার কম্পনে প্রকম্পিত হৃদমন্দিরে
খসে খসে পড়ছে স্মৃতির পলেস্তরা!
বিষাদ সিন্ধু জুড়ে অগ্ন্যুৎপাতের লাভা
স্রোত টগবগিয়ে দাহ করে যাচ্ছে
আয়ুর ভান্ডার, শূন্যতা খোঁজে খোঁজে
হয়রান এই অর্জুন বৃক্ষ মানব;
প্রেমিক মনের আবেগ আর কতো
তুলে নেবে নলীনি?