আর র্ফিরে আসা হবেনা  এক দিন
যে দিন চলে যাবো ;
বলে যাবার প্রয়োজন হবে কোন ।
দূরে বহুদূরে …
প্রতীক্ষার পাড় আর ভাঙবেনা
নদী গর্ভে বিলিন হবার আর থাকবেনা ভয়
অসচ্ছলতা আর
আমাকে ছুবেনা ;
আর ভেড়াবোনা তরি ; চেনা জানা নদীতে
আর আসবোনা ফিরে ;
পাড়াগায়েঁর এই জীর্ন নীড়ে ।
চলে যাবো ; চলে যাই তবে
জ্বলে গেলাম
বিদায়ী সেলাম
পেছন ঢেকে আর পাবেনা
সতাংশ সময়ের একটু কষ্ট !
আমি কষ্টের কারন ছিলাম
তোমরা বলো !
চাইলেও পাবেনা একরত্তি কষ্ট !
আর ফিরে আসা হবে না ; চলে যাবো
…দূরে বহু দূরে