অথচ তোমার নিঃসাঢ় নিরবতা
আমার কষ্টের সলিতাকে উস্কে দেয়
দারুন কষ্টে বাঁচি আমি
তোমাকে ছাড়া
হিতোপদেশ দ্যাও তুমি
আমার বেলা
কথা কও অগনিত ;
সংখ্যা বর্হিভুত একাধারে
কিন্তুু বলনা
এক বারও
ভালোবাসী
একদম ফুসরত যেনো নেই তোমার
ভালোবাসার বেলায়
এ কেমন হেয়ালিপনা তোমার
তবে আমাকে ঘৃনা করনা কেনো ?