ধানের খেতের শীষ গুলো
দেখ ; দখিন হাওয়ায় দোলে
হাত বাড়ালেই মনটা হারায়
ক্লান্তি-ক্লেশ ভুলে !


ক্ষনটা যদিও বেজায় মাতাল
চলে ফসল তোলার ধুম
কাল বোশেখের আতঙ্কে রোজ
পালায় বুঝি ঘুম !
            ♦
আজ আবেগের মুখর প্লাবন
আজ জোসনায় ভিজলো এ মন !
তুমি আমার ; আমার স্বপন
করি
তোমার মনেই স্বপ্ন বপন!