নারী তুমি
বেদনার্ত হৃদয়ের
শিশির স্নাত শান্তনা
মমতা স্নেহ প্রীতির পরশ
প্রেম বিলিয়ে ক্লান্ত না ।
নারী তুমি
সব পুরুষের সুখ দুখের সাথী
তোমায় নিয়ে হুড়োহুড়ি
ভালোবাসায় মাতামাতি  ।
নারী তুমি
বিশ্ব মাঝে হীন ব্যাবধান দামী
কন্যা জননী হয়ে
সম অধীকারে স্রী হয়ে
সমান কল্যাণ কামী ।
নারী তুমি
পদতলে তোমার
সন্তানের সুখ স্বর্গ
বিজয়ী বেশে বীর মানবের
বুকে মমতার দুর্গ  ।
নারী তুমি
উচ্চাসনে সমাসীন
অকাতরে মহিয়ান স্রষ্ঠার শ্রেষ্ট সৃষ্টি তুমি
স্নেহে ভরা মন  ।
স্বর্গ সুখে ধন্য করো
নর পুজায় কর সাধন
সকল কথার প্রথম শেষ
নারীতে নারীর বাঁধন ।