যুগের হাওয়া লাগলো গায়ে
নতুন বাঁচার উন্মাদনায়
অসভ্যতার মুলোৎপাটন
করুনা আর লাঞ্চনারে হত্যা করার
জুলুম বাজীর ধ্বংস স্তুপে জীবন গড়ার
কালের কন্ঠ ডাকদিয়ে যায়  উত্তরনের
অত্যচারের শেঁকল ছিঁড়ে
আন্দোলনের বহ্নি জ্বালো
যুগান্তরের আহবানে  নতুন ধরা বির্নিমানে
দৃপ্ত নতুন বাঁচার তরে
আজ মানবের  বাঁচার শপথ
নির্যাতনের বদলা নিতে
সভ্যতার ঔ নিশান উড়াও
মানবতার শ্রেষ্ট প্রমান
ভয় কেনোরে
আয় ফেলে লাজ ।