১.
আজ কেনো গো মুখটি ঘোরাও
নামটি তোমার তপতি
বলেছিলে সেদিন তুমিই
(হবে) ভালোবাসার স্থপতি !
২.
দৃষ্টি ভারি মিষ্ট ছিলো
কৃষ্টি ছিলো লাজে
মিথ্যে কথায় ছল চাতুরি
এখন কি আর সাজে !
৩.
সুখের স্বপন দেখাও শুধু
শেখাও  ঘৃনার কথা
তখন তো বেশ বলতে তুমি
এখন নীরবতা ।