মন উতলা; ঠাঁয় দাঁিড়য়ে থাকার মানে এই নয় যে
সময় নষ্ঠ করা অথবা বেহুদা ইচ্ছের মাটি হয়ে যাওয়া
আরে আমি তো মাটিই হতে চাই গ্রহনে গ্রহনে
নেই যার দু:খবোধ কিংবা কষ্টের বারুদ
প্রতিক্ষাটা তো উপলব্ধির ব্যাপার
কার এমন সাধ্যি আছে বলো প্রতিশ্র“তিহীন বিশ্বাস
সঙ্গী করে চিরকাল রচয়িতার স্বাদ তুলে নেয়
ভালোবাসা পাওয়ার জন্য
আর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য
নাকী ত্যাগ স্বীকারের স্বীকৃতি দিতে হয়
না । পাইনি এমন
যাকে বলতে পারি প্রেম
না । হয়নি এমন সুযোগ
যাকে নাম ধরে ডাকতে পারি
না । না । না বোধক শব্দের আক্রোশে আমি
উত্তাপহীন শরীর বয়ে চলি নাগরিক স্রোতে
না । পাইনি আজো
যাকে ভালোবাসা বলা যেতে পারে
উত্তাল সময়ের কাছে আমার ইচ্ছেটা আজ
বলবো বলে ঠিক করেছি
তোমাকে মিনতি জানাবার ভাষা আজ আমাকে
সাহসী করেছে
তোমার নদীর মাতাল ঢেউ করেছে উন্মাদ !
বলি ও শোনো
নাম ধরে ডাকার অধীকার টুকু দাও
আমার ভালোবাসা চাওয়ার মতো কথা যদি বলি
তবে “আমি দেবো জলের প্লাবন
তুমি দিয়ো একটি নদী ”