যতোই ফিরে যেতে চাই
যায়নাতো ফেরা
স্মৃতির পাতা উল্টে যায় আজো
এই বাস্তবতা আর পালেট যাওয়া
জীবনের ।
শৈশব কৈশোর
নদীতে মাছ ধরা,কাঁদা তুলে
অথবা ছিপ জালে
ভাবনাহীন মাতাল হাওয়া নির্মল
ছিলো যা-মা,বাবা,ভাই বোন
পড়শী বন্ধুর আড্ডা ,সম্পর্ক নীখাদ
জটিল ওসব এখন
সব কিছুতেই কেমন যেনো অবিশ্বাস
সন্দেহ,নাবিশ্বাস ,কপটতা
যেনো স্বার্থ সব খানেই
অসহায় বোধ আজ জীবনকে অর্থহীন
করে; পরিচিত মুখগুলো
স্মৃতির ক্যানভাসে ফ্যাকাসে ঝাপসা
হয়ে ভেসে উঠে
কচুরি পানার মতো
নির্ভুল অতীত ভুলে থাকা দায় অথবা বিগতকে মনে
না রাখা সভ্যতা অস্বিত্বকে মাটি চাপা
যতোই ফিরে যেতে চাই
যায়নাতো ফেরা ।