একাকিত্বের দ্বীঘল সময়
অনিন্দ্য সন্ধ্যে তবুও
ঢেউ উঠেনা মন গহীনে
যাচ্ছেনা আর শরীর ভালো
রুগ্ন বেজায় অসুখ আমার
কেই পাশে নেই
প্রাণের দোসর ভাবছি যাকে
দুরত্বটা যাচ্ছে বেড়ে
মিথ্যে বাদী আমিই হলাম
আমার বলায় কি এসে যায়
ভস্মিভুত হৃদয় উঠোনে কিম্বা বাসর
আমার নিবাস
বুকের ভেতর অস্থিরতা তুমুর দুপুর
তাপদাহে আর প্রকোষ্ঠ দ্বয় হয়না সচল
নি:শ্ব আমি থেকেও অনেক
সুখের নিবাস আর হলোনা
আমার ঘড়ে জ্বলছে অনল
ভাগ্যরে আর দোষ দেবোনা
আমিই বোকা অচল প্রেমিক
অযোগ্যতার দোহাই দিয়ে
গ্যাছে চলে আমার আপন
আপন সুখের ভোগ বিলাসে
মন ভালো নেই ,
নেই ভালো আজ শরীরটাও যে ।