অসিম শুন্যতা মাঝে বিচরন মোর
তোমাকে দেখার পর কাটেনা ঘোর
কাঁপন উঠে মনে উঠে হাহাকার
শুন্য পড়ে আছে এ-মন আহাকার
ভাবনা সারাবেলা তোমাকে নিয়ে
কেনো তুমি বুঝনা-ওগো মোর প্রিয়ে ?
হাহাকার বাড়ে মনে যতো দিন যায়
থাকি প্রতিক্ষায় দাড়িয়ে ঠাঁয়
সুখী নয় ক্যানো মন প্রশ্ন উঠে
কামনার ঘোর মোর তোমার রাঙা ঠোটে
সময়ের হাত ধরে ফিরে এলো যে ফাগুন
প্রেমের সিক্ত জলে এবার নেভাও আগুন
শুন্যতা ভরে যাবে দু‘জনার ভালোবাসায়
মিলনের সুরে হবো এক -কাঁদা হাসায়।