তোমাকে পাইনা ভিঁজতে সোনা রোদে
খুঁজে পাইনা কেনো আছো ভুলে
রজনী গন্ধা বকুল হাসনা হেনা ফুলে
এসোনা এক হয়ে রই একই আত্ববোধে ।
লাজুক ঈর্ষায় নুয়ে পড়ে লজ্জাবতি লতা
যেনো তোমার মতোই
সময় আর হলো কতোই
মান ভুলে সই ভাঙ্গো নীরবতা  ।
জোৎস্না ভেঁজা আজ এই রাত
কাব্য লেখার রাখো কি খবর
তুমি এলে
পারদর্শী হবো দিতে নুক্তা যবর
খুজে মন সারাক্ষন তোমার প্রীতির হাত ।
ভালো বাসী ভালো বাসী নাই তাতে ছল
লোকে মন্দ বলে দেয় যদি ধীক্
তোমাকেই চাইবো আমি ঠিক্
কেনো ঝরাও চোখে শ্রাবনের জল  ।